Breaking

শনিবার, ২ জুন, ২০১৮

একটি পাসওয়ার্ড মনে রেখে কোটি কোটি পাসওয়ার্ড মনে রাখুন খুব সহজে

আসসালামু আলাইকুম। আশা করি, আল্লাহ্‌র অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টিউনটি করতে বসেছি। আমাদের কাজের প্রয়োজনে বিভিন্ন সাইটে লগ ইন করতে হই। আর লগ ইন মানে ইমেইল এবং পাসওয়ার্ড মনে রাখার জামেলা। একটি ইমেইল এবং পাসওয়ার্ড রাখুন, আর সারাজীবন মুখস্ত করার জামেলা থেকে বাঁচুন। কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি।

স্টেপ ১) সর্বপ্রথমে Google Chrome ব্রাউজারটি ওপেন করি। এবং ডানপাশে Customize and Control -এ ক্লিক করি।









স্টেপ ২) Settings – যাই।



















স্টেপ ৩) Settings থেকে Extension এবং নিছে Get more extensions – এ ক্লিক করি।
















স্টেপ ৪) এরপর Chrome Web Store – এ Search Box-এ লিখুন lastpass লিখে এন্টার করুন।









স্টেপ ৫) LastPass: Free Password Manager নামে একটি Extension আসবে। + ADD TO CHROME -এ ক্লিক করুন।
স্টেপ ৬) একটি PopUp Menu আসবে, Add Extension-এ ক্লিক করুন। ডাউনলোড শুরু হবে। অপেক্ষা করুন।
স্টেপ ৭) ডাউনলোড শেষ হলে এরকম একটি PopUp Menu আসবে, তারপর Create Account- ক্লিক করুন।
স্টেপ ৮) যাবতীয় তথ্য দিয়ে Create Account- ক্লিক করুন।
স্টেপ ৯) এরপর Account তৈরি করা হয়ে গেলে ব্রাউজারটি Restart করি, এবং পুনরায় লগ ইন করি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন