Breaking

শনিবার, ২ জুন, ২০১৮

কম সাউন্ডের অডিও ফাইলকে বেশী সাউন্ডের ফাইল বানান!

কম সাউন্ডের অডিও অনেকসময় ব্যবহারের অনুপোযগী হয় আর এটি যদি নিজের রেকর্ড করা হয় তাহলে পুনরায় রেকর্ড করা অবশ্যই হতাশজনক।

মনে করেন আপনি আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে কিছু কমসাউন্ডের অডিও ফাইল রয়েছে,আপনি কিছু ইডিটর সফটওয়্যার ব্যবহার করে সেইসব ফাইলসমূহকে বেশী সাউন্ডের অডিও ফাইল তৈরী করতে পারবেন।

আমি আজকের এই টিউনে লিখছি কিভাবে কিছু পদ্ধতি ব্যবহার করে কোন অডিও ফাইলের শব্দের মাত্রা ঠিক করতে পারবেন।

যদি শুধু মাত্র একটি অডিও ফাইলের শব্দের মাত্রা ঠিক করতে চান তাহলে অনলাইন টুল ব্যবহার করাই উত্তম। আর অনেকগুলো ফাইলের ভলিয়ম এডজাষ্ট বকরতে চান তাহলে কিছু ইডিটর প্রোগ্রাম সফটওয়্যার ব্যবহার করতে পারেন।

অনলাইন টুলস :
অনলাইনে এমন অনেক টুলস আছে যাদের মাধ্যমে যেকোন ধরনের অডিও ফাইলের শব্দের মাত্রা ঠিক করতে পারবেন। যেমন একটি সম্পর্কে নিচে লিখলামঃ-

MP3 Louder
MP3 Louder এর মাধ্যমে খুব সহজেই আডিও ফাইলের সাইন্ড বাড়াতে বা কমাতে পারবেন। উপরের ছবিটি ভাল করে লক্ষ্য করুন- আপনার কম্পিউটার থেকে যেকোন অডিও ফাইলকে ব্রাউজ করে Increase Volume সিলেক্ট করে আপলোড করুন।

download-mp3-file কম সাউন্ডের অডিও ফাইলকে বেশী সাউন্ডের ফাইল বানান!

ফাইলটি আপলোড হয়ে গেলে নিচে দেখতে পাবেন Download MP3 File সাথে ফাইলটির সাইজও উল্লেখ থাকবে।

ডেস্কটপ টুলস
ডেস্কটপে শব্দমাত্রা ঠিক করার জন্য খুব জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে Audacity. এক সাথে অনেকগুলো ট্র্যাক নিয়ে কাজ করা যায় Audacity দিয়ে।

যদি প্রয়োজন পরে একটি ট্র্যাকের কিছু অংশ আমপ্লিফাই করতে পারবেন শুধুমাত্র আপনার মাউস ব্যবহার করে।

সফটওয়্যারটি ইন্সটল করে একটি অডিও ফাইল ড্রাগ করলে নিচের ছবি মত দেখতে পাবেন।


এবার Effect এ ক্লিক করে Amplify তে ক্লিক করুন

এবার আপনার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী অডিও ফাইল Amplify করতে পারেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন