Breaking

শনিবার, ২ জুন, ২০১৮

যেভাবে ফেসবুকে পিসির পর্দা এবং একাধিক ক্যামরাসহ লাইভে আসবেন

আশা করি পরম করুনাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন। আমি ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি ফেসবুক পেজ/প্রোফাইল/গ্রুপ  এ আপনার কম্পিউটারের স্কিন বা পর্দা + একাধিক ক্যামরা সহ লাইভ করবেন।

আজকাল প্রায় দেখা যায় অনেকে ফেসবুকে লাইভ আসে। কিন্তু কম্পিউটারের স্কিন কিভাবে লাইভ করবে বা একাধিক ক্যামরার সাথে কিভাবে লাইভ করবে তা অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য আমার আজকের এই টিউন।

তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি নিচের লিংকটা থেকে ‍সফটওয়্যারটি ডাউনলোড় করে নিন।

OBS Download Link : https://obsproject.com

যদি ডাউনলোড করতে না পারেন, তবে নিচের ভিডিওটি দেখুন। এবার ডাউনলোড শেষে আপনি সফটওয়্যারটি ইন্সটল করুন। ইন্সটল করার পর আপনাকে কি কি করতে হবে তা অতি সুন্দর এবং সহজ ভাবে নিচের ভিডিওতে দেখানো হয়েছে। আসলে সবকিছু তো আর লিখে বুঝানো সম্ভভ নয়।

আপনি শুধু স্টেপ বাই স্টেপ কাজ গুলো সম্পূর্ণ করুন।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন