আপনারা যদি একটি ভেবে দেখেন তবে খেয়াল করবেন যে আপনার খুব পরিচিত ইউটিউবও কিন্তু প্রতিনিয়তই বদলে যাচ্ছে। এক বছরের আগের ইউটিউব এক্সপেরিয়েন্সের সাথে বর্তমানের ইউটিউব এক্সপেরিয়েন্সেরও রয়েছে বেশ পার্থক্য। তো, এই যে পরিবর্তনগুলো যে করা হচ্ছে সেগুলো কেন হচ্ছে? সহজ প্রশ্ম! ব্যবহারকারীদের সুবিধার জন্য। কিন্তু এত সুবিধা যোগ করার পরেও একটি সমস্যা কিন্তু এখনও রয়ে গিয়েছে এবং তা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে ইউটিউবের ভিডিও এইচডি কোয়ালিটিতে লোড না হওয়া। বেশিরভাগ ক্ষেত্রেই যে কোন ভিডিও খুললে দেখতে পাবেন যে তা ৩৬০ পিক্সেলে স্বয়ংক্রিয়ভাবে লোড হচ্ছে।
এই সমস্যা খুব একটা বড় আকারের সমস্যাও নয় তবে প্রযুক্তি যখন আমাদের জীবনকে করে তুলছে সহজ থেকে সহজতর তাই ছোট খাট সমস্যাও বা কেন থাকবে? বলবেন, যে ম্যানুয়ালি ফুল এইচডি বা এইচডি সিলেক্ট করলেইতো হয়! কিন্তু না, আমরা এতটুকু কষ্টও করতে চাই না যেহেতু প্রযুক্তি আমাদের সাথে আছে। এই সমস্যার সমাধানও আপনি খুব সহজে একটি ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে করতে পারবেন। এক্সটেনশনটির নাম ম্যাজিক অ্যাকশন ফর ইউটিউব। আপনি যদি একজন ক্রোম ব্যবহারকারী হয়ে থাকেন তবে ক্রোমের ওয়েব স্টোর থেকে এবং ফায়ারফক্স ব্যবহারকারী হলে এদের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন।
এই এক্সটেনশনটি মূলত বিভিন্ন ইউটিউবের সেটিংস টুইক করার সুবিধা দিয়ে থাকে তবে এই পোস্টে আমরা শুধুই কথা বলব কোয়ালিটি নিয়ে।
এক্সটেনশনটি ডাউনলোড বা ইন্সটল করার পর ব্রাউজারের ধরণ অনুযায়ী আপনাকে যেতে হবে এক্সটেশন সেটিংসে। এরপর সেখান থেকে এই এক্সটেনশনটি সিলেক্ট করে আপনি টুইক করতে পারেন। এজন্য সেটিংস বক্স থেকে স্ক্রল করে Enable Auto HD অপশনটিতে টিক দিয়ে দিন। এছাড়াও আপনি অন্যান্য কোয়ালিটিও নির্ধারন করতে পারেন এর নিচের অপশনটি থেকে। এক্ষেত্রে ৫কে থেকে শুরু করে ১৪৪পিক্সেল পর্যন্ত অপশন পাবেন আপনি। তবে ৫কে-৪কে ভিডিওগুলো আমাদের দেশের ইন্টারনেট স্পিড অনুসারে কিছুটা বাড়াবাড়িই মনে হতে পারে তাই ১০৮০পিক্সেল বা সবচাইতে ভালো হয় যদি আপনি ৭২০পিক্সেল সিলেক্ট করেন।
এছাড়াও আপনি Speed Booster নামের একটি অপশন ব্যবহার করতে পারেন যার ফলে আপনার ইউটিউবের ভিডিও খুব দ্রুতই লোড হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন