Breaking

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

বেশ কাজের কিছু রান প্রম্পট কমান্ড বা শর্টকাট কী


আপনারা যারা উইন্ডোজ ব্যবহারকারী আছেন তাদের মধ্যে প্রায় সবাই কম বেশি রান ডায়লগ বক্সের সাথে পরিচিত। বিভিন্ন কাজে এই ডায়লগ বক্সটি আমরা ব্যবহার করে থাকি। শর্টকাটে রান ডায়লগ বক্স ওপেন করার জন্য আমরা Win+R চেপে থাকি, তাইনা? হ্যাঁ, রানের জন্য এটিই সবচাইতে ব্যবহারিত শর্টকাট কি। তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন কিছু শর্টকাট যেগুলোর সাহায্যে এই রান ডায়লগ বক্সটির মাধ্যমে আপনারা অতি সহজেই এবং দ্রুত বেশ কিছু কাজ করতে পারবেন। চলুন, জেনে নেয়া যাক।

আপনি যদি রান ডায়লগ বক্সে %AppData% লিখে এন্টার চাপেন তবে এটি মুহুর্তেই Application Data directory খুলবে আপনার জন্য। খেয়াল করে দেখুন আমি শতকরা বা পারসেনটেজ সাইনটি ব্যবহার করেছি, এই সাইনটি ব্যবহার করে আপনি আরও বেশ কিছু কাজ করতে পারেন যেমন - 

  • %HomePath% ব্যবহারের ফলে C:\Users এর আন্ডারে থাকা আপনার হোম ডিরেক্টরি এক্সেস করতে পারবেন।  
  • প্রোগ্রাম ফাইলস ডিরেকটরির জন্য %ProgramFiles% শর্টকাটটি আপনার কাজে আসবে।  
  • সি ড্রাইভে থাকা উইন্ডোজ ডিরেক্টরি পাবার জন্য ব্যবহার করুন %WinDir% কমান্ডটি। 
  • একইভাবে C:\Temp ডিরেক্টরির জন্য ব্যবহার করুন %Temp% কমান্ডটি।  
শুধু যে বিভিন্ন রকমের ডিরেক্টরিই খুলতে পারবেন এগুলোর মাধ্যমে তা কিন্তু নয় বরং আপনি সিস্টেমের কোন চেনা পাথ (known path)ডিরেক্টরি থেকে বিভিন্ন প্রকারের প্রোগ্রামও ওপেন করতে পারবেন এই রান ডায়লগ বক্সটির সাহায্যে। যেমন,  

  • cmd: কমান্ড প্রম্পটের জন্য।  
  • explorer: ফাইল এক্সপ্লোরার উইন্ডোর জন্য।  
  • msconfig: সিস্টেম কনফিগারেশন উইন্ডোর জন্য।  
  • regedit: রেজিস্ট্রি এডিটরের জন্য। 
রান প্রম্পটটিকে আপনি বিভিন্ন রকম ম্যানেজমেন্ট কনসোল রান করানোর জন্য এবং উইন্ডোজ সিস্টেম মেইন্টেইন করার জন্যেও বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবেন, যেমন -  

  • devmgmt.msc - ডিভাইস এবং হার্ডওয়্যার কনফিগার করার জন্য। 
  • diskmgmt.msc - ডিস্ক ভল্যিউম ম্যানেজ করার জন্য।  
  • perform.msc - সিস্টেম পারফর্মেন্স মনিটর করার জন্য।  
  • services.msc - সিস্টেম সার্ভিস কনফিগার করার জন্য।  
শেষ কথা - এই ছিল আমাদের আজকের রান প্রম্পটের কিছু প্রয়োজনীয় কমান্ড বা শর্টকাট কী। আশা করি আপনাদের কাজ দ্রুত এবং সহজে করার জন্য এই কমান্ডগুলো আপনাদের কাজে আসবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন