Breaking

রবিবার, ৩ জুন, ২০১৮

Windows 8 এর সকল কম্পিউটার শর্টকাট

বর্তমানে কম্পিউটার বাজারে অপারেটিং সিস্টেম হিসাবে একচেটিয়া জনপ্রিয় অবস্থানে আছে মাইক্রোসফ কোম্পানির Windows । ২০ শতাব্দীর শেষের দিকে আবিষ্কার হওয়া অপারেটিং সিস্টেম Windows এখন ও কম্পিউটার ব্যবহারকারিদের প্রথম চয়েজ।

বর্তমানে ২০১৫ সালের খুব শেষের দিকে অর্থাৎ আর এক দিন পরই ২০১৬ সাল । ২০১৫ সালে বের হয়েছে Windows এর নতুন ভার্সন Windows 10. Windows 98 থেকে ধাপে ধাপে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে বাজারে আসে Windows Xp, Windows Vista, Windows 7 Professional,  Windows 7 Ultimate, Windows 8, Windows 8.1-8.3, আর এই বছর সর্বশেষ ভার্সন Windows 10 .

Windows 8

আজকের এই টিউনটি মূলত Windows 8 ব্যবহারকারীদের জন্য। বর্তমানে অপারেটিং সিস্টেম Windows 10 এর যুগ। তবুও অনেকেই অনেকের পিসি তে Windows 8 ব্যবহার করেন। তাই তাদের কথা মাথায় রেখে আজকের এই লেখাটি।

Windows 8 মোটামোটি উইন্ডোজের সকল অপারেটিং সিস্টেমের তুলনায় বেশ জটিল। আর সাধারন অনেক কি-বোর্ড শর্টকাট Windows 8 এ সাপোর্ট করেনা।

আর তাই Windows 8 এর সকল কম্পিউটার শর্টকাটকে একসাথে নিয়ে একটি ইবুক আপনাদের মাঝে নিয়ে আসলাম। আশাকরি উপকারে আসবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন