Breaking

রবিবার, ৩ জুন, ২০১৮

উইন্ডোজ আপডেড করার পর “সি ড্রাইভে” জায়গা বাড়াবেন যে ভাবে

অনেক সময় দেখা যায়, আপনি আপনার উইন্ডোজ ৮ বা ৮.১ অপারেটিং সিস্টেমটি  উইন্ডোজ ১০ এ আপডেড করেছেন।

এতে করে অনেকের মত আপনাকেও একটা সমস্যায় পড়তে হয়েছে। সেই সমস্যাটি হল আপনার সি ড্রাইভে উইন্ডোজ ১০ এর পাশাপাশি  পুরাতন উইন্ডোজ টি  “উইন্ডোজ অল্ড”  নামে রয়ে গেছে। ফলে জায়গা কমে গেছে ।

তবে সহজ ও নিরাপদে  ফোল্ডার টি যে ভাবে Delete করবেন তা নিচে দেখানো হলঃ

১. আপনার পিসির Start মেনুতে গিয়ে সার্চ দিন Disk Cleanup

২. Disk Cleanup ট্যাবটি open করুন

৩. তারপর ড্রাইভ নির্ধারন করে দিতে হবে  C: ড্রাইভ

৪. এখন Previous Windows Installation সিলেক্ট করে ok  বাটন এ ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন