অনেক সময় দ্রুত ছবি এডিটের প্রয়োজন পড়ে। এমন ক্ষেত্রে ব্যবহারকারীর কম্পিউটারের গতি কম হলে তা এডিটের জন্য শক্তিশালী সফটওয়্যার ব্যবহার করা যায় না। আবার কম্পিউটারে ছবি এডিটের সফটওয়্যার ইন্সটল করা না থাকলে জরুরি প্রয়োজনে এডিটিংয়ের জন্য ঝামেলা পোহাতে হয়।
এমন ক্ষেত্রে সফটওয়্যার ইন্সটল করে তারপর ছবি এডিট করাটা বেশ ঝামেলার ও সময় সাপেক্ষের ব্যাপার। তবে এমন পরিস্থিতিতে কাজে দেবে আপনার বাসার বা অফিসের ইন্টারনেট সংযোগ। কেননা অনলাইনেই প্রয়োজনীয় ছবিটি এডিটের কাজটি করে ফেলতে পারবেন।
এ জন্য রয়েছে পিক্সলার
ডটকম নামের চমৎকার একটি সাইট। এটি ব্যবহার করে ছবি এডিটের জন্য আলাদা কোনো সফটওয়্যার ইন্সটলের দরকার নেই। ওয়েবব্রাউজার ব্যবহার করেই ছবি সম্পাদনা করা যাবে। এখানে কিভাবে কাজটি করা যাবে তা তুলে ধরা হলো।
ডটকম নামের চমৎকার একটি সাইট। এটি ব্যবহার করে ছবি এডিটের জন্য আলাদা কোনো সফটওয়্যার ইন্সটলের দরকার নেই। ওয়েবব্রাউজার ব্যবহার করেই ছবি সম্পাদনা করা যাবে। এখানে কিভাবে কাজটি করা যাবে তা তুলে ধরা হলো।
প্রথম এ ঠিকানায় যেতে হবে।
তারপর ছবিটি নির্বাচন করে দিলে চারটি অপশন প্রর্দশিত হবে। প্রথমটি হলো ‘create a new image’। এটি ক্লিক করলে একটি ফাঁকা পেইজ চালু হবে। পরের অপশনটি হলো ‘open image from computer’। এতে ক্লিক করলে কম্পিউটারের হার্ডডাইভ থেকে ছবি নির্বাচন করা যাবে।
তৃতীয় অপশনটি ব্যবহার করে সরাসরি ইউআরএল থেকে ছবি নেওয়া যাবে। চাইলে ফেইসবুক বা গুগল ড্রাইভের মত সেবা থেকে ছবি নিয়ে এডিট করা যাবে।
ছবি নির্বাচন করলে নতুন একটি পেইজ চালু হবে। এবার ছবিটি ফটোশপের মতো টুলসগুলো ব্যবহার করে সম্পাদনা করা যাবে।
ছবি সম্পাদনা শেষে ‘file’ অপশন থেকে কম্পিউটারে তা সেইভ করা যাবে।
ওয়েবসাইটটির এডিটিং টুলসগুলো অনেকটা ফটোশপের মতই। যে কোনো সাধারণ ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন