Breaking

সোমবার, ১০ আগস্ট, ২০১৫

উইন্ডোজ ১০: আপনি কি ফ্রি আপগ্রেড পাবেন?

২৯শে জুলাই বিশ্বব্যাপী উন্মুক্ত করা হয়েছে উইন্ডোজ ১০। মুক্তির প্রথম দিনেই সেটি ১ কোটি ৪০ লক্ষ কম্পিউটারে জায়গাও করে নিয়েছে তাও আবার বিনামূল্যে হালনাগাদ করার মাধ্যমে। এর আগে মাইক্রোসফট তাদের নতুন এ অপারেটিং সিস্টেমটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম নামে একটা প্রোগ্রামের আয়োজন করে যেখানে নতুন এই উইন্ডোজ প্রশংসায় মুখর হয়ে উঠে। 

এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি উইন্ডোজ ১০ এ ফ্রি আপগ্রেড করতে পারবেন? নাকি আপনাকে কিনে নিয়ে ব্যবহার করতে হবে? 

নিচের এই ফ্লো-চার্টটিতে বিষয়টি সহজ ইংরেজিতে ভেঙ্গে দেখানো হয়েছে:

আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ ৭ অথবা উইন্ডোজ ৮.১ এর জেনুইন কপি ইনস্টল করা থাকে তাহলে আপনি ফ্রিতে আপগ্রেড করতে পারবেন কোন সমস্যা ছাড়াই। কিন্তু আপনি যদি উইন্ডোজ ৭ অথবা উইন্ডোজ ৮.১ এর পাইরেটেড কপি ব্যবহার করেন তাহলে আপনি ফ্রিতে আপগ্রেড করতে পারবেন না। যদি আপনি উইন্ডোজ ভিস্তা অথবা উইন্ডোজ এক্সপি ব্যবহারকারী হন, তাহলে আপনাকে উইন্ডোজ ১০ এর কপিটি কিনে ব্যবহার করতে হবে। 

কিনতে গেলে উইন্ডোজ ১০ এর হোম এডিশন এবং উইন্ডোজ ১০ এর প্রো এডিশন এর মূল্য যথাক্রমে ১১৯.৯৯ ডলার এবং ১৯৯.৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে। যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় ৯৩০২.৫৮ টাকা এবং ১৫৫০৪.৮১ টাকা। 
আর উইন্ডোজ ১০ সম্বন্ধে আরও জানতে অনুসরণ করতে পারেন উইন্ডোজের অফিসিয়াল ব্লগ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন