Breaking

মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

যে দোয়া পড়ে সহবাস করলে শয়তানের ক্ষতি হতে রেহাই পাবে

ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। মানুষের জীবনের এমন কোন ক্ষেত্র নেই যেখানে ইসলাম তার নির্দেশনা রাখেনি।

বিবাহ একটি ধর্মীয় ও সামাজিক প্রথা। যার মাধ্যমে ছেলে ও মেয়ে সামাজিক ভাবে মিলিত হয়। বিবাহ প্রথা হলো সামাজিকভাবে মানব সভ্যতাকে টিকিয়ে রাখার মাধ্যমে।

শুধু জৈবিক চাহিদাই নয় সন্তান লাভের আশায়ও ছেলে মেয়ে বিবাহ বিন্ধনে আবদ্ধ হয়। সেক্ষেত্র আল্লাহর কাছে ভালো সন্তান লাভের জন্য দোয়ার মাধ্যমে চাইতে বলেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ(সঃ)। যে দোয়াটি স্ত্রী মিলনের আগে পড়তে হয়।

অনেকেই নিম্নের প্রশ্নটি করেছেন। তাই উত্তরটি আজ পাঠকের জন্য দেয়া হলোঃ-

প্রশ্ন: স্ত্রীর সাথে সহবাসের দোয়া কোনটি? আর এক রাতে যতবার সহবাস করব ততো বারই কি পড়তে হবে?

উত্তরঃ
বিসমিল্লাহির রাহমানির রাহীমঃ
আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম বলেনঃ

তোমাদের কেউ যদি স্ত্রী সহবাসের সময় এই দোয়া পড়েঃ
باسْمِ اللَّهِ أَللَُّهُمَّ جَنِّبْنِي الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
“বিসমিল্লাহ্। আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তান ও জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা।

অর্থাৎ, আল্লাহুর নামে (মিলন) করছি, হে আল্লাহ্! তুমি আমাকে শয়তান থেকে দূরে রাখ এবং আমাদেরকে যে সন্তান তুমি দান করবে তার থেকেও শয়তানকে দূরে রাখ।”

অতঃপর এ সহবাসের মাধ্যমে কোন সন্তান দেয়া হলে শয়তান কখনও তার কোন ক্ষতি করতে সক্ষম হবে না। (বুখারী)

একই রাতে যদি কেউ তার স্ত্রীর সাথে একাধিকবার সহবাস করতে চায়, তাহলে এ ক্ষেত্রে উত্তম হচ্ছে, প্রত্যেক সহবাসের পূর্বে অযু করে পবিত্রতা অর্জন করা। সে হিসাবে তাকে প্রত্যেকবারই দোয়া পড়তে হবে।

আর যদি বিনা অযুতেই একাধিকবার সহবাস করতে চায়, তাহলে দোয়া না পড়াই শ্রেয়। সে ক্ষেত্রে প্রথমবারের দোয়াই যথেষ্ট।

এ ক্ষেত্রে যেকোন সহবাসের মাধ্যমে সন্তান জন্ম গ্রহণ করলে শয়তানের ক্ষতি হতে রেহাই পাবে ইনশা-আল্লাহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন