Breaking

রবিবার, ২৭ মে, ২০১৮

রোযার রাতে বীর্য বের হলে কী করতে হবে?

রোযার রাতে ইচ্ছা করে বির্য বের করলে তাকে কী গোসোল করতে হবে । গোসোল না করে সেহরি করা যাবে না । কেউ কেউ আছে নামায পরে না তিনি যদী যহরের নামাযের সময় ফরয গোসোল করে তাহলে তার রোযা ঠিক থাকবে কী ।

রোযার রাতে বীর্য বের হলে তখন যদি গোসল করতে না পারেন, তাহলে নাপাক জায়গাটুকু ধুয়ে ফেলবেন। এবং ফজরের আগেই গোসল করতে হবে। রোযার রাতে ইচ্ছে করে বীর্য বের করলে-ও তাকে ফরয গোসল করতে হবে। গোসল না করে সেহরি খাওয়া যাবেনা, কারন রাসুল (সাঃ) নাপাক অবস্হায় কখনো সেহরি খায়নি। রাতে বীর্য বের হলে যোহরের নামাযের সময় ফরয গোসল করা ঠিক হবেনা। বীর্য বের হলেই দেরি না করে গোসল করবেন। কারন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আর ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত-ই হলো পবিত্রতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন