কেমন আছেন সবাই? আশা করি ভালই আছনে। আজ আমি টিউন করবো কিভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়। এইটা আমার প্রথম টিউন তাই ভুল ত্রটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
যাই হোক এবার মূল কথায় আসি।
ছোট একটি সফটওয়ার দিয়ে আপনে চাইলেই উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করতে পারবেন।
এর জন্য আপনাকে প্রথমে ইউটিউব এ গিয়ে দেখতে হবে কি ভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়।
ভিডিও টিউটোরিয়াল এ আপনে দেখতে পাবেন কি ভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়।
ভিডিও টিউটোরিয়াল টি দেখে এখন আপনি হইত এতক্ষণ বুঝতে পারছেন যে কি ভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়।
উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করার সফটওয়ার টি ইউটুব ভিডিও এর নিচে ডাউনলোড লিংক দিয়ে দেওয়া আছে ডাউনলোড করে নিন।
সফটওয়ার টি ডাউনলোড হয়ে গেলে zip ফাইল unzip করুন। তারপর Win7LogonBackgroundChanger.exe লেখা ফাইল টি ওপেন করুন এবং নিজের ইচ্ছা মত ছবি আপনের কম্পিউটার ফাইল থেকে নিন তারপর Apply করুন বাস আপনের কাজ শেষ এখন কম্পিউটার Restart করুন দেখবেন আপনের উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন হয়ে গেছে।
টিউনটি কেমন হয়েছে জানাবেন প্লিজ প্রথম টিউন তো তাই জানতে চাই আরকি। আশা করি সবার ভাল লাগবে আর সবার কাজেও আসবে এই টিউনটি! টেকটিউনসে এতদিন শুধু টিউন পড়েই গেছি,এখন সাহস করে একটা টিউন করলাম।
(সূত্র: টেকটিউন্স ডটকম ডট বিডি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন