আমাদের ডিভাইস (Smart-Phone) নিরাপত্তাহীনতায় পড়তে পারে। যদিও এন্ড্রয়েড ও আইফোন ডিভাইস প্রত্যেকটার আলাদা আলাদা কিছু ব্যাসিক জিনিস আছে যা দ্বারা আমরা আমাদের ডিভাইসকে রক্ষিত রাখতে পারি। এখানে বিস্তারিত আলোচনা করা হলো কিভাবে এই ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
ডিভাইস হারিয়ে ফেলা বা চুরি হওয়াঃ
সবসময় সেটে পিন,পাসওয়ার্ড ব্যবহার করবেন যাতে বর্তমান মালিক কোনো ভাবেই আপনার সেটের রাখা তথ্য জানতে না পারে। যদিও ভালো হ্যাকারদের থামাতে এই গুলো যথেষ্ট না।
কখনোই ফোনে আপনার ক্রেডিট কার্ড সংরক্ষন করবেন না।
অনেক এপস আছে যেগুলো দূর থেকে আপনার থাকা তথ্য মুছে পেলতে সাহায্য করে। কখনো ফোন হারিয়ে গেলে এই ধরনের এপ ব্যবহার করে ডাটা ডিলিট করে ফেলতে পারেন।
আপনার ডাটাকে এনক্রাইপ্ট (Encrypt) করুন,যাতে চুর কম্পিউটারে ইউএসবি কানেক্ট করে ডাটা দেখতে না পারে। আইফোনে পিন বা পাসওয়ার্ড করার সাথে সাথেই এটি হয়ে যায়।এন্ড্রয়েডে এই সিস্টেম আনতে হলে যেতে হবে Settings > Security > Encrypt phone।
অচেতন ভাবে ডাটা পাস করে দিচ্ছেন না তো ?
যে এপস গুলো আপনার লোকেশন নিশ্চিত করতে পারে,এমন এপস বন্ধ করে পেলেন।
স্পাইওয়ার আক্রমণ
কোনো এপ ব্যবহারের আগে যদি বলে সে আপনার ব্যাসিক তথ্য জানতে চায়,তাহলে তা ব্যবহার করার ইউজারদের রিভিউ দেখে ইনস্টল করুন।
এন্টিভাইরাস ও ফায়ারওয়াল ব্যবহার করে ডিভাইসকে সুরক্ষিত রাখুন।
অসুরক্ষিত নেটওয়ার্ক ব্যবস্থা
সম্ভব হলে সুরক্ষিত ওয়াইফাই নেটওয়য়ার্ক ব্যবহার করবেন,অন্যথায় না। ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে কোনো অসুরক্ষিত সাইটে ভিজিট করলে SSL Encryption ব্যবহার করা সাইট ছাড়া ঢুকবেন না। এই গুলো https ব্যবহার করে।
Phishing আক্রমণ
কখনোই আপনার ক্রেডিট কার্ড, ইমেইল ও অন্যান্য তথ্য ইমেইলে বা এপসে রাখবেন না।
(সূত্র: টেকনিউন্স ডট কম)
ডিভাইস হারিয়ে ফেলা বা চুরি হওয়াঃ
সবসময় সেটে পিন,পাসওয়ার্ড ব্যবহার করবেন যাতে বর্তমান মালিক কোনো ভাবেই আপনার সেটের রাখা তথ্য জানতে না পারে। যদিও ভালো হ্যাকারদের থামাতে এই গুলো যথেষ্ট না।
কখনোই ফোনে আপনার ক্রেডিট কার্ড সংরক্ষন করবেন না।
অনেক এপস আছে যেগুলো দূর থেকে আপনার থাকা তথ্য মুছে পেলতে সাহায্য করে। কখনো ফোন হারিয়ে গেলে এই ধরনের এপ ব্যবহার করে ডাটা ডিলিট করে ফেলতে পারেন।
আপনার ডাটাকে এনক্রাইপ্ট (Encrypt) করুন,যাতে চুর কম্পিউটারে ইউএসবি কানেক্ট করে ডাটা দেখতে না পারে। আইফোনে পিন বা পাসওয়ার্ড করার সাথে সাথেই এটি হয়ে যায়।এন্ড্রয়েডে এই সিস্টেম আনতে হলে যেতে হবে Settings > Security > Encrypt phone।
অচেতন ভাবে ডাটা পাস করে দিচ্ছেন না তো ?
যে এপস গুলো আপনার লোকেশন নিশ্চিত করতে পারে,এমন এপস বন্ধ করে পেলেন।
স্পাইওয়ার আক্রমণ
কোনো এপ ব্যবহারের আগে যদি বলে সে আপনার ব্যাসিক তথ্য জানতে চায়,তাহলে তা ব্যবহার করার ইউজারদের রিভিউ দেখে ইনস্টল করুন।
এন্টিভাইরাস ও ফায়ারওয়াল ব্যবহার করে ডিভাইসকে সুরক্ষিত রাখুন।
অসুরক্ষিত নেটওয়ার্ক ব্যবস্থা
সম্ভব হলে সুরক্ষিত ওয়াইফাই নেটওয়য়ার্ক ব্যবহার করবেন,অন্যথায় না। ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে কোনো অসুরক্ষিত সাইটে ভিজিট করলে SSL Encryption ব্যবহার করা সাইট ছাড়া ঢুকবেন না। এই গুলো https ব্যবহার করে।
Phishing আক্রমণ
কখনোই আপনার ক্রেডিট কার্ড, ইমেইল ও অন্যান্য তথ্য ইমেইলে বা এপসে রাখবেন না।
(সূত্র: টেকনিউন্স ডট কম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন