Breaking

সোমবার, ১৫ জুন, ২০১৫

স্কাইপির কিছু গুরুত্বপূর্ণ টিপস যা জানা জরুরি

আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছে। আবারও আসলাম আপনাদের সামনে নতুন টিপস নিয়ে। আজকে স্কাইপি নিয়ে ছোট খাট কিছু টিপস দিব। যদিও অনেকে জানে তবে যারা একেবারে নতুন স্কাইপি ব্যবহার করেন তাদের কাজে লাগবে আশা করি।

মনে করেন কার সাথে স্কাইপিতে চ্যাট করছেন। ভুল করে এমন এক মেসেজ লিখে ফেললেন বা লিখছেন একজনের জন্য কিন্তু ভুল করে অন্য একজনকে সেন্ড করে দিয়েছেন। তখন কি করবেন। আপনি চাইলে তাৎক্ষনিক ভাবে সেই মেসেজ ডিলিট করতে পারেন। এর জন্য যে মেসেজ ডিলিট করবেন তার উপর মাউস এর কার্সর রেখে রাইট বাটন এ ক্লিক করুন। এর পর যদি মেসেজ ডিলিট করতে চান তাহলে Remove Message এ ক্লিক করুন এবং যদি মেসেজ এডিট করতে চান তাহলে Edit Message এ ক্লিক করুন। না বুঝলে নিছের ছবিতে দেখুন।
এবার আসি যদি চান আপনার সকল কন্টাক্ট লিস্ট এর সকল চ্যাট হিস্ট্রি ডিলিট করবেন তাহলে নিছের পদ্ধতি অনুসরন করুন।

Tools > Options > Privacy > Clear History তে ক্লিক করুন।

না বুঝলে নিছের ছবি দেখুন।
যারা নতুন তার অনেকেই কেউ যদি কন ফাইল সেন্ড করে তাহলে কই সেভ হয় খুজে পান না। তাই আপনি চাইলে আপনার ইচ্ছা মত লোকেশন ঠিক করে দিতে পারেন।

এর জন্য নিছে পথ অনুসরন করুন।

Tools > Options > IM & SMS এ ক্লিক করুন। একেবারে নিছে দেখুন Change folder এ ক্লিক করে আপনার পছন্দের লোকেশন দেখিয়ে দিন।

আপনি যদি চান কেউ আপনাকে কন ফাইল সেন্ড করলে অটো Accept হবে তাহলে Automatically Accept Incoming Files এ টিক দিন।
(সূত্র: টেকটিউন্স ডট কম ডট বিডি)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন