Breaking

শুক্রবার, ২০ মার্চ, ২০২০

ভারতে বিদেশি যাত্রীবাহী বিমান অবতরণ নিষিদ্ধ


ভারতে বাণিজ্যিক ভিত্তিতে চলাচলকারী বিদেশি যাত্রীবাহী বিমান অবতরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ২২ মার্চ থেকে পরবর্তী এক সপ্তাহ এই নিষেধাজ্ঞা বজায় থাকবে।

বৃহস্পতিবার ভারত সরকারের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ভারতে প্রতি সপ্তাহে বিদেশি যাত্রীবাহী ৩০০ বিমান আসে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ২২ মার্চ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ভারতে ‘জনতার কারফিউ’ জারি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতির উদ্দেশে দেয়া ভাষণে মোদি এ কথা জানান। তিনি বলেন, ওই দিন সবাই ঘরে থাকবেন; রাস্তায় বের হবেন না।

মোদি বলেন, ‘যারা মনে করছেন এই সঙ্কটের প্রভাব ভারতের ওপর পড়বে না; তারা ভুল ভাবছেন। এটি বিশ্বের জন্য অনেক বড় সঙ্কট। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা আক্রান্ত হননি, তারাও আজ করোনায় আক্রান্ত।’

তিনি দেশবাসীকে মোদি আরো বলেন, ‘আমি দেশবাসীকে আশ্বস্ত করি যে দেশে দুধ, খাদ্য, পানীয়, ওষুধ, জীবনের জন্য প্রয়োজনীয় জিনিসগুলির যাতে কোনো অভাব না হয় তার জন্য সব পদক্ষেপ নেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের হাসপাতালের ওপর চাপও ক্রমাগত বাড়ছে। রুটিন চেক আপের জন্য হাসপাতালে যাওয়া এড়াতে অনুরোধ করছি।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন