Breaking

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

সেলফি তোলার সময় খেয়াল রাখা উচিৎ যে বিষয়গুলো

বর্তমানে সেলফি যুগ চলছে! আর তাই এখন ব্যবহারকারীরাও যেন রেয়ার ক্যামেরা ব্যবহার করতে ভুলেই গিয়েছেন। আর এই সুযোগে স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো যেন চমৎকার সব ফ্রন্ট ক্যামেরা সেন্সর ব্যবহারের মাধ্যমে তাদের নতুন ডিভাইসগুলোর বিক্রিবাট্টা বাড়িয়ে যাচ্ছেন। সেলফি জেনারেশনের এই সেলফি ক্রেজ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। কিন্তু আমরা অনেকেই সেলফি তোলার সময় যেন মূল্যবোধ হারিয়ে ফেলি, বা অসচেতন হয়ে নিজেদের ক্ষতি করে ফেলি। আপনাদের জানা উচিৎ যে সেলফি তোলার সময়ও আমাদের কিছু ব্যাপার খেয়াল করা উচিৎ। সেগুলোই আলোচনা করবো আপনাদের সাথে আজ।

সব স্থানে সেলফি তুলবেন না

সেলফি তোলার সময় আমাদের অবশ্যই কোথায় ছবি তুলছি সেই বিষয়টি মাথায় রাখা উচিৎ। আমরা অনেক সময়ই এমন সব স্থানে ছবি তুলি যে জায়গাগুলো হয়তো হিস্টোরিকাল ট্র্যাজিক লোকেশন। এই ব্যাপারটিকে অনেকেই ভালো চোখে দেখেন না এবং মূলত এসব জায়গায় সেলফি তোলাও উচিৎ নয়। আবার, অনেক সময় আমরা এমন স্থানে সেলফি তুলতে চাই যেখানে হয়তো সেলফি তোলার অনুমতি নেই।
মূলত বেশিরভাগ মানুষ বিভিন্ন স্থানে ছবি তুলে থাকেন সেই জায়গাগুলোতে যে তারা গিয়েছিলেন তা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশ করার জন্য, তাই না? এই কাজটিও কিন্তু আমরা অন্য ভাবে করতে পারি। ছবিতে যে একটি নির্দিষ্ট স্থান বা বস্তু থাকতেই হবে, এমন কিন্তু নয়। আপনি বরং ছবির সাথে দু-লাইন লিখে দিন না, হয়ে গেল! আর যেখানে ছবি তোলার অনুমতি নেই সেখানে খুব প্রয়োজন হলে অনুমতি নেয়ার চেষ্টা করবেন। যদি অনুমতি না পান, তাহলে দয়া করে লুকিয়েও ছবি তুলতে চেষ্টা করবেন না।

অন্যদের বিরক্ত করবেন না

বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি সেলফি তোলার সময় সম্ভবত মানুষের মূল্যবোধ কিছুটা কম কাজ করে! কেননা, অনেকেই সেলফি তোলার সময় এতই নিমগ্ন হয়ে যান বিষয়টিতে যেন তাতে যে অন্য কারও অসুবিধা হতে পারে সেদিকে কোন খেয়ালই রাখেন না। এটা একদমই করা উচিৎ না।

আপনি বরং এমন একটি স্থান খুঁজে নিতে পারেন যেখানে মানুষের কোলাহল কিছুটা কম। এতে করে আপনার সেলফি শটটিও ভালো হবে এবং অন্য কেউও বিরক্ত হবে না।

নিরাপত্তার দিকে খেয়াল রাখুন

বেশ কিছু খবরে এরকম পড়েছি যে সেলফি তুলতে গিয়ে অকালে মৃত্যু হয়েছে অনেকেরই। এর কারণ মূলত নিজেকে বড় বা স্মার্ট দেখানোর বৃথা চেষ্টা। আপনি স্মার্ট হলে মানুষকে সেটা নিজে থেকে নিশ্চয়ই দেখানোর প্রয়োজন নেই, মানুষ বুজেই নিবে। তাই বলে বিল্ডিঙের ছাদের কোনায় গিয়ে ছবি তোলা বা পাহাড়ের বিপদজনক অংশে গিয়ে 'আমি কি হনুরে' টাইপ সেলফি তুলতে গিয়ে নিজের বিপদ টেনে আনার কোন মানেই নেই।

দয়া করে সেলফি নামের এই আনন্দে সামিল হতে গিয়ে নিজের ক্ষতি করে বসবেন না।

সেলফি তুলতে গিয়ে অন্য আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন কিনা খেয়াল করুন

ধরুন একটা নতুন স্থানে আপনি আপনার পরিবারের সাথে কিম্বা বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গিয়েছেন। এখন আপনি যদি আপনার পারফেক্ট ছবি তোলার জন্য সারাক্ষণ ছবিই তুলতে থাকেন তাহলে তো মুশকিল তাইনা? আপনি নিজে তো নতুন সেই স্থানটির উপভোগ্য সব কিছু থেকেই নিজেকে বঞ্চিত করবেন, পাশাপাশি আপনার সাথের মানুষগুলোও বিরক্ত হবে।

তাই কোন স্থানে ঘুরতে গেলে দু-একটি ছবি তুলেই ক্ষান্ত দিন। ঘুরে দেখুন চারপাশ, সেলফিই সব কিছু নয়।

আশেপাশে লক্ষ্য করুন!

সেদিন আমি বেড়াতে গিয়েছিলাম, তো পাশেই খুব হৈ-চৈ হচ্ছিলো। কাছে গিয়ে যা জানলাম তা কিছুটা হাস্যকর তবে ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস ছিলো। ঘটনা হচ্ছে, এক আপু তার আইপ্যাড দিয়ে সেলফি তোলায় এতই নিমগ্ন হয়ে গিয়েছিলেন যে একজন তার আইপ্যাডটি টান দিয়ে নিয়ে দৌড় দিয়েছে। তাই, দয়া করে সাবধানে থাকবেন।
শেষে বলবো, সেলফির কোন নিয়ম নেই কিন্তু আমার মতে উপরের কিছু ব্যাপার আপনার মেনে চলা উচিৎ। নিজের আনন্দের জন্য নিজের ক্ষতি, অন্যের বিরক্তি বা নিয়ম ভাঙ্গার তো কোন প্রয়োজন নেই, তাইনা?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন