Breaking

শুক্রবার, ৫ জুন, ২০১৫

কিভাবে আপনার ওয়েবসাইটকে ফিডবার্নার এ সাবমিট করবেন ?

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালই আছেন। আজ আলোচনা করবো কিভাবে আপনার ওয়েবসাইট কে ফিডবার্নার এ সাবমিট করবেন। ফিডবার্নার এ ওয়েবসাইট সাবমিট এটা এসইও অংশ। ওয়েবসাইট ফিডবার্নার এ সাবমিট করতে হলে আপনার একটি ইমেল আইডি লাগবে, প্রথমে আপনি আপনার ইমেল আইডিতে লগইন করুন।
এবার এই লিংকে প্রবেশ করুন। নিচের মত দেখতে পাবেন।


ধাপ:১ 
  • নিচে খালি জায়গা দেখতে পাবেন আমি যেখানে Allsoftware99.blogspot.com লিখেছি আপনি আপনার ওয়েবসাইট এর অ্যাড্রস লিখুন।
  • এবং I am Podcaster এ টিক দিয়ে Next বাটনে ক্লিক করেন। নিচের মত দেখতে পাবেন।




























ধাপ:২
  • এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এটি হল Atom এবং অন্যটি RSS, যেকোন একটি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করেন। নিচের মত দেখতে পাবেন।

ধাপ:৩
  • এখন Feed Title এর স্থানে আপনি আপনার পছন্দের টাইটেল দিতে পারেন।
  • Feed Address  এর স্থানে আপনি আপনার পছন্দের Url দিতে পারেন।
  • এবার  Next বাটনে ক্লিক করেন।নিচের মত দেখতে পাবেন।

ধাপ:৪
  • এবার কোন কিছু না করে শুধু Next বাটনে ক্লিক করেন।নিচের মত দেখতে পাবেন।

ধাপ:৪
  • এই ধাপে আপনি খালি ঘর গুলো পুরন করতে পারেন আপনার ইচ্ছা। Next বাটনে ক্লিক করেন।নিচের মত দেখতে পাবেন।


ধাপ:৫
  • এবার বিভিন্ন অপশন দেখতে পাবে যেগুলো প্রয়োজন মনে করেন সেগুলোতে টিক দিবেন।
  • Next বাটনে ক্লিক করেন।নিচের মত দেখতে পাবেন।












ধাপ:৬
  • এ পর্যায়ে আপনার কাজ প্রায় শেষ। উপরের লাল চিহ্নিত মেনু গুলো দিয়ে আপনার ফিডকে কাস্টমাইজ করতে পারবেন। যেমন,
  • Edit Feed Details মেনুতে গিয়ে Feed এর সকল তথ্য পরির্বত করতে পাবেন।
  • Delete Feed মেনু দিয়ে ফিড Delete করতে পারবেন।
  • Transfer Feed মেনু ব্যবহার করে আপনার ফিড Account টি একটি আইডি তে Transfer করতে পারবেন।
এভাবে নিচের লাল চিহ্নিত মেনু গুলো দিয়ে বিভিন্ন কাজ করা যায়। সময় না থাকার কারনে এগুলো নিয়ে আলোচনা করতে পারলাম না। আপনরা এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে নিজেরাই বুঝতে পারবেন।

(সূত্র : টেকটিউনস ডট কম ডট বিডি)








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন