Breaking

রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

সাবান পানি দিয়ে ধোয়া যাবে স্মার্টফোন

প্রিয় স্মার্টফোনটি ঘন ঘন ময়লাটে হওয়ায় বিরক্ত হওয়াটা স্বাভাবিক। তবে এ বিড়ম্বনা থেকে পরিত্রাণ পাওয়ার সমাধান বের করে ফেলেছে জাপানের এক প্রযুক্তি প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি এমন এক ধরণের ফোন উদ্ভাবন করেছে যা সাবান-সোডা-পানি দিয়ে পরিষ্কার করা যাবে। আর তা হলে এটিই হবে বিশ্বের প্রথম ধোয়ার উপযোগী স্মার্টফোন।  

ইতোমধ্যেই পানি নিরোধক স্মার্টফোন বাজারে চলে এসেছে। কিন্তু টেলিকম প্রতিষ্ঠান কেডিডিআই জানায়, প্রতিষ্ঠানটির নতুন ‘ডিগনো রেফার’ ফোন সামনের সপ্তাহে বাজারে আসতে পারে। প্রতিষ্ঠানটির মতে এটিই একমাত্র ফোন যেটি সাবান-পানি দিয়ে পরিষ্কার করা যাবে। 

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে জানায়, স্মার্টফোনটি কেমন টেকসই, তা দেখার জন্য আমাদের ডেভেলপমেন্ট টিম অন্তত ৭০০ বার এটি সাবান-পানি দিয়ে ধুয়েছে।’ ফোনটির প্রচারে একটি অনলাইন কমার্শিয়াল বিজ্ঞাপনও তৈরি করা হয়েছে যেখানে একটি শিশু সস থাকা খাবারের প্লেটে স্মার্টফোন ফেলে দেয়। তখন হায় হায় করতে থাকা পরিবারকে শান্ত করে কত্রী মা ফোনটি কলের কাছে নিয়ে পানি ও সাবান দিয়ে ফোনটি পরিষ্কার করেন। 

কেডিডিআইয়ের এক মুখপাত্র জানান, যেসব বাবা-মা তাদের শিশু সন্তানদের স্বাস্থ্যের কথা ভেবে সবসময় স্মার্টফোন পরিস্কার রাখতে চান তাদের জন্যই ১৭৫ মার্কিন ডলার মূল্যের স্মার্টফোনটি তৈরি করা হয়েছে।   

তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, স্মার্টফোনটি পরিষ্কার করতে নির্ধারিত কিছু ফেনিল সাবান ব্যবহার করতে হবে। আর সেটি এখন কেবল জাপানেই পাওয়া যাবে।  সূত্র: এএফপি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন