Breaking

মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫

একদিনের ছুটিতে ঘোরাঘুরি

সপ্তাহ শেষের এক বা দুইদিনের ছুটিটা বিছানায় গড়িয়েই কেটে যায় সবসময়। এবার ভাবছেন কাছেধারে কোথাও একটা দিন কাটিয়ে আসবেন, আর ঘরে বসে থাকা নয়। তবে তৈরি হয়েই যান! ঢাকা নগরের আশেপাশে এমন বহু দর্শনীয় জায়গা আছে,যা আপনাকে একদিনে ঘুরতে সীমিত খরচে ভ্রমণের ভরপুর আনন্দ দেবে।
ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ এবং পানাম নগর হতে পারে আপনার দিনব্যাপী ঘোরাঘুরির আদর্শ জায়গা। ঢাকা থেকে নারায়ণগঞ্জের বাসে চেপে বসুন, মোগরাপাড়ায় নেমেই আপনার ভ্রমণ শুরু হবে পুরোদমে।
বাস থেকে নেমে দেখতে পাবেন গোয়ালদী শাহী মসজিদ। আয়তনে ছোট, কিন্তু এর নান্দনিক কারুকাজ আপনার নজর কাড়বে ঠিক। তারপর চলে যেতে পারেন লোক ও কারুশিল্প জাদুঘরে, যা সোনারগাঁয়ের একটি প্রধান নিদর্শন। লোকশিল্প জাদুঘরের অলিগলি ঘুরে দেখতে দেখতে সেই প্রাচীন সুলতানি আমলে ডুব দিতে পারেন একবার। সুলতানদের ব্যবহৃত তৈজসপত্র, অস্ত্রের সমারোহ আপনাকে মুগ্ধ করবে। তাঁদের পোশাক, অলঙ্কারের সংগ্রহ দেখে এখনো চোখ ধাঁধিয়ে যায়। বাংলার প্রাচীন এবং মধ্যযুগের লোকশিল্পের বহু নিদর্শন দেখতে পাবেন জাদুঘরটিতে।
এছাড়াও এখানে পাঁচবিবির মাজার, গিয়াস উদ্দিন আযম শাহ, শাহ আবদুল আলিয়া সহ অনেকের সমাধিক্ষেত্র রয়েছে। বাইরে পল্লীগ্রামের দিকে ঘুরতে পারেন চাইলে। সেখানে মোঘল প্রাসাদের ধ্বংসাবশেষ চোখে পড়বে।
সোনারগাঁয়ে আরো পাবেন কারুপল্লী, কারুশিল্পের গ্রাম। দক্ষ শিল্পীদের তৈরি বিভিন্ন জিনিষের প্রদর্শনী ও বিক্রয় চলে সেখানে। বাঁশ, বেত, কাঠ বা মাটির তৈরি সামগ্রী পাবেন, যা আপনার চোখ আটকাবেই। কিনতে চাইলে কিনে নিতে পারেন পছন্দের যেকোন জিনিষ। হাতে কিছু বাড়তি টাকা থাকলে জামদানি বা নকশিকাঁথা পছন্দ করে ফেলুন, কারন সেই জিনিষও পাওয়া যাবে কারুপল্লীতে।
এইটুকে মন না ভরলে লেক পাবেন, তাতে ছোট্ট একটা নৌকাভ্রমণ সেরে নিতে পারেন।
সোনারগাঁ এলে পানাম নগর না ঘুরে ফিরে যাওয়াটা আপনার বোকামি হবে। কাজেই একদফা ঢুঁ মেরে আসুন প্রাচীন এই নগরীর রাস্তায়। লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে মিনিট বিশেক হাঁটলেই পৌঁছে যাবেন পানামপুল। অর্ধ চাঁদের আকৃতি নিয়ে পানামপুল এখন ধ্বংসাবশেষ রূপেই দেখা দেবে। এই পুল পার হয়েই পানাম নগর, আর নগরীর মাঝে পানাম সড়ক। ওই সড়কের দুপাশেই সারিবাঁধা ভবনগুলি, একতলা, দ্বিতল এবং কয়েকটি তিনতলা ভবন চোখে পড়বে। ভবনগুলির মাঝে বাহান্নটি প্রধান। এখানে আছে মসজিদ, মন্দির, পানশালা, পুরনো জাদুঘর। চারশ বছরের পুরনো টাকশাল বাড়ি রয়েছে পানামে। পাশেই দমদম গ্রামে দেখতে পাবেন দমদম দুর্গ। পানামপুলের কাছে দুলালপুর সড়কের পাশেই দেখে আসতে পারেন ইতিহাসের সাক্ষী নীলকুঠি। তবে পানামে যা দেখবেন, সবই প্রায় ধ্বংসের মুখে। এখন কেবল ইতিহাসের এক গল্পকথার রূপ নিয়েই টিকে আছে এক সময়ের আলো ঝলমলে নগরী পানাম। ভবনগুলির বেশিরভাগই সংস্কার ও নিরাপত্তাজনিত কারনে বন্ধ করে রাখা আছে। বাইরে থেকে ঘুরে দেখেই সাধ মেটাতে হবে, তবুও পুরনো সেই সময়ের আমেজে কিছুক্ষন কাটিয়ে দিতে আপনি বিরক্ত হবেন না।
হেঁটে হেঁটে খুব ক্লান্ত লাগলে পাশেই মেঘনা নদীতে নৌকা নিয়ে ঘুরে আসতে পারবেন। তাতে সব ক্লান্তি ছুটি নেবে আপনার। এবার একদিন পুরোটা তবে সোনারগাঁ আর পানাম নগরের নামে করে দেবেন কিনা ভেবেই দেখুন।
সূত্র: ডিসকভারি-বিডি
পর্যটক.কম.বিডি
ছবি: ইন্টারনেট থেকে নেয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন